লুকোচুরির খেলা
দিলীপ কুমার দাস
***
যে খেলাটা ছেলেবেলায়
প্রথম খেলেছিলাম
লুকোচুরির খেলা
সেই খেলাটাই সবাই আজও
খেলছি এ সংসারে ।
সেদিন তবু খেলায় ছিল
খেলার মতো মন
মুখগুলিতেও বিস্ময়কর
অপাপবিদ্ধ রঙ
পড়ার মতো কিছু ।
এখন সে সব হয়ে গেছে
ঘষা পয়সার মতো
শবসাধনায় ব্যস্ত থেকে
লুকোচুরির খেলায়
পরাবাস্তব যেন ।
হাত রেখে আজ কাঁধে পাপ
জল সইতে যাওয়া
দিনের শেষে চড়াদামে
জীবনের নামগান ।
হায় রে ভগবান ।