তিনটি ছক্কা
দেবাশিস মুখোপাধ্যায়
***
১.ভাবনা
বিকেল ভাবছে লোকটা
আকাশের কাছাকাছি
একটা ছাদ ডানা দেখতে দেখতে
উড়ে যায় নানা রঙের শরীরে
অসুস্থ পৃথিবীর থেকে দূরে
একটা সফেদ হাসি খুব পায়
২.ঝর্ণা
ঝরণাদির সকাল শিউলি
টুপটাপ করে ঘাসের আদর
লুফে নিলে মায়াময় চোখ
এঁকে ফেলে পাহাড়ি ক্লিভেজ
যেখানে ঝর্ণা উদ্দাম
আত্মহত্যার হাতছানিসহ
৩.শান্তি
জবাফুলের ভোর শব্দ শোনে
শিশিরের কিম্বা হয়তো কানের ভুল
এই বৃদ্ধা বাগানের
কাঠবিড়ালির মতো মেঘ পার হলে
ঘুম ভাঙে সোনালী ডানার
রক্তপাতের পর শান্তির ডাকে