1 / 7
2 / 7
3 / 7
4 / 7
5 / 7
6 / 7
7 / 7

আজকের কবি অন্তরা মুখোপাধ্যায় | সাহিত্য চেতনা

 কবি অন্তরা মুখোপাধ্যায় 

                           কবি অন্তরা মুখোপাধ্যায় 


 কবি অন্তরা মুখোপাধ্যায় পেশায় ডায়েটিশিয়ান, কর্পোরেট সংস্থায় কর্মরত । নেশায় খাদ্যরসিক  । তবে লেখার জগতে "বৃশ্চিকজাতিকা" ব্যবহার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। 

বাড়ি হুগলী জেলার সদরশহর চুঁচুড়ায়। মায়ের থেকে পড়ার নেশা পাওয়া, বাবার কাছে লেখার প্রশ্রয়। 

"এবেলা" সংবাদপত্রের ওয়েব ডেস্কসহ,  "চালচিত্র", " স্বপ্ননীড়"সহ অন্যান্য ম্যাগাজিনে লেখা প্রকাশিত।

গতবছর, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস অফ ইন্ডিয়া আয়োজিত "শর্ট স্টোরি রাইটিং" প্রতিযোগিতায় মনোনীত হয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় দ্বারা স্মারকপ্রাপ্ত।



কবি অন্তরা মুখোপাধ্যায়ের একগুচ্ছ কবিতা প্রকাশ করা হল :


পড়শি-বসত

     ***

ওই শহর, রাত্রিভোর ভীষণ সুখে ভাসে 

এই শহরে মিথ্যে সুখও খুব কদাচিৎ আসে


ওই শহর আমার কাছে ভীষণ প্রেমের অতীত

এই শহরে আঁকড়ে ধরা সব শেকড়ই ক্ষতির.....


ওই শহর শব্দমুখর ওই শহর রোশনাই

এই শহর নীরব শুধু,যদিও তোমার দোষ না


ওই শহর গল্প সাজায় তোমার-আমার খেলার

এই শহরে, ভরদুপুরেও আসছে নিভে বেলা



বৃষ্টিকথন

    ***

অভিমান হলে মেঘ জমে.....

ধূসর থেকে ধূসরতর 


যার প্রতি অভিমান, সে যত কাছের, তার প্রতি অভিমানের মেঘ তত গাঢ় মেঘলা রঙের


তখন চুপ করে যেতে হয়


সবাই দেখছে মুখোশের হাসি, হুল্লোড়

কিন্তু মনকে তখন বোবা করে রাখতে হয়,  রাখতে জানতে হয়

মেঘেদের ওজন কমতে দিতে নেই....

সময় দিতে হয় আসলে....


একদিনে তো আর বৃষ্টি নামে না............



সহাবস্থান

    ***

মায়েরা গায়ে অদ্ভুত গন্ধ নিয়ে ঘোরে।


বেলাশেষের শঙ্খ, জলের ভেতরের কর্পূর, ঝালঝাল লোটেমাছ, অঙ্কভুলের রাগ, অবসরের আমমাখা, স্কুলফেরতের শরবত, ডুবে যাওয়া মানুষের খড়কুটোর গন্ধ। 


আমি তোমার কাছে সেসব ফিরে পাই।


দিনশেষের ঘামেভেজা মুখ, আঁচলে মোছা হাত আর স্বপ্নে উঠে আসা কালো ভয় মেখে যখন তুমি বুকে মুখ ঘষো, 


আমার শরীর জাগেনা। 


কোমর বেয়ে শীতল রক্তের প্রাণী নামার মত অপত্যস্নেহ চুঁইয়ে পড়ে।


 তুমি যাকে যৌনতা ভেবেছ এযাবৎ, তা আসলে তোমার জন্মসুখ। 


আমি আদতে মা হই প্রতিদিন।



একা

 ***

রাস্তা পার হতে শিখতে হবে সাবধানে

হাত ধরার ছিল না কেউ

হাত ধরার কেউ থাকে না কখনো

হাতেরা শুধু হাতড়ায় দুর্বল মূহুর্তদের


শরীর চেনে, মাংস বোঝে 

ওলটপালট করে স্বার্থ খুঁজতে পারে

পাতা উল্টে সময়ের অন্য গলিতে পালিয়ে যেতে পারে


হাতেরা চোখের বৃষ্টি মোছেনা এখন আর 

হাতেরা ইদানীং  মন ছোঁয়না 

হাতেরা কখনো  মন ছুঁতে চাইনি  আসলে...


 


Joydeb Biswas

Poet Joydeb Biswas studied Bengali literature. In 2015, at the age of 22, he published 'Sahitya Chetona' magazine. Currently two editions of the magazine are published. One is the online version and the other is the printed version. He is the founder and editor of the two editions. facebook twitter youtube instagram whatsapp

2 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন