আবারও দেখা হবে
ভাবছ কেন?
আবার দেখা হবে।
বৃত্তের সীমানা ভেঙ্গে সুগন্ধী স্বনন
আবারও দেখা হবে ইন্দ্রপুরে
কোটি কোটি আলোকবর্ষ দূরে।
প্রভাতের ঊষসী আভায় বোহেমিয়ান রোদ্দুরে
সেই গানে সেই সুরে
শরীরী সৌরভে মদির পেয়ালায়
সুচারু বাসনার মধুরিমা কম্পণে
ভিজবো দু’জন ভিজাবো দুজনে।
জোনাক জ্বলা সন্ধ্যায় সান্দ্র আঁধারে
ব্যাকুল তিয়াসার আবেগী উপচারে
থোকা থোকা অনুরাগ হাতে
আবার হবে দেখা
হেমন্তের জোছনা ভেজা রাতে
অন্য কোন স্বপ্নময় ছায়াপথে।
—সামসুন্নাহার ফারুক
ভাবছ কেন?
আবার দেখা হবে।
বৃত্তের সীমানা ভেঙ্গে সুগন্ধী স্বনন
আবারও দেখা হবে ইন্দ্রপুরে
কোটি কোটি আলোকবর্ষ দূরে।
প্রভাতের ঊষসী আভায় বোহেমিয়ান রোদ্দুরে
সেই গানে সেই সুরে
শরীরী সৌরভে মদির পেয়ালায়
সুচারু বাসনার মধুরিমা কম্পণে
ভিজবো দু’জন ভিজাবো দুজনে।
জোনাক জ্বলা সন্ধ্যায় সান্দ্র আঁধারে
ব্যাকুল তিয়াসার আবেগী উপচারে
থোকা থোকা অনুরাগ হাতে
আবার হবে দেখা
হেমন্তের জোছনা ভেজা রাতে
অন্য কোন স্বপ্নময় ছায়াপথে।