সেই আমি
—ফাউজুল হক
বৃষ্টিশহর, কাকভেজা দিন আর তুমি
অভিমানে জমে জমে নীলদিগন্ত পাথর,
আমি চিরকাল আহত গল্পের চিৎকারে
হেঁটে যাই পথঘাট পেরিয়ে অনন্ত প্রান্তর!
কখনো কি দেখেছো ভেবেছো হারিয়ে যাব?
শিরোনামহীন সময়ের সামনে!
এই মাঠ ঘাট, অর্ধ চন্দ্রে তোমাকে ছেড়ে
আজরাইলের সাথে কবরের টানে?!
গুটিগুটি পা'য় নিহত আঁচড়ের ঘায়ে
রক্ত জমিয়ে রাখা মেঘ রোদ্দুর আসমানে,
কখোনই পাত্তা দাওনি যাকে, সেই আমি
তোমাকেই খুঁজি এ পৃথিবী যাবৎ জনে জনে।
এখনো সকাল হয়, ঝড় আসে খুব জোর
ক্লান্তসুর বেজে উঠে মুঠো টেলিফোনে,
শ্রাবণ কত কিছুই বয়ে নিয়ে যায়
ছাই ভর্তি জলন্ত রাতের মরা আগুনে।