প্যারি শহরের রাতে
—উত্তমকুমার পুরকাইত
শঙ্খচিলের মতো ছোঁ মেরে সে একদিন কেড়ে নিল বুকের ভিতরে লালিত সমস্ত পার্বন বেঁচে থাকার সব বারোমাস্যা; তবু আজও ভালবাসি তাকে রাতঘুমে সে রোজ হাঁটে আমার অলিন্দ-নিলয়ে আমার কানের কাছে মুখ রেখে বলে, সুখ নেই, সুখ নেই চন্দনের গন্ধে যে এত দুঃখ বুঝিনি কোনওদিন বুঝিনি একখানি মেঘ প্যারি শহরের রাতে ঝুলন্ত ঘড়ি হয়ে টিকটিক বাজে।