উপহার
অজিত কুমার জানা
পরিকল্পিত ধৈর্য্যের হাঁড়িতে,
আশার চাল ঢালো।
নিত্য-নতুন অভিজ্ঞতার উনুনে,
দাও পরিশ্রমের জ্বালানি।
শীতল ধূসর উপত্যকা,
উষ্ণতা পাবে একটু একটু করে।
মাটি কথা বলবে,
কঠিন উপপাদ্য দরজা খুলে,
হাতে-কলমে শিখিয়ে দেবে,
এটা পর্বত, ওটা মালভূমি।
সময় প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়ার,
সিঁড়ি ভেঙে ভেঙে,
রাতবৃক্ষে ফুটাবে পূর্ণিমা ফুল।
নদীর ছলাৎ ছলাৎ ঢেউ,
ধবধবে জ্যোৎস্না মাখানো,
আশার ভাত দেবে উপহার।