পদাতিক
লালন চাঁদ
রুক্ষ মেদিনীর বুকে আত্মহত্যা দেখি বারবার
বিকেল ডুবছে জলের কন্দরে
নিকষ অন্ধকার
ফুটপাতে মুমূর্ষু জীবন
বারবার হারিয়ে ফেলে অনন্ত পথের ঠিকানা ।।
আমরা ঠিকানা হারা পথিক
পথ খুঁজি। খুঁজি অন্ধের যষ্টি। লুপ্ত চেতন ।।
গলিত শবের ভেতর নস্যাৎ জীবন
উৎকট দুর্গন্ধ
তবু ধর্মতলায় পেরিয়ে যায় সাড়ে সাত'শ দিন
সারা রাস্তা জুড়ে দুপুর যৌবন ।।
ঘৃণা আর বিদ্বেষে ভরে উঠছে শহর পদাতিক 9 ।।