তোমার প্রেম কখনো তীব্র হয়
তোমার ঘেন্না কখনো তীক্ষ্ণ হয়
কেবল শহর এবং গ্রাম একই থাকে
একই থাকে ইচ্ছে ও অনিচ্ছে'র খন্ড
অথচ তোমার জন্য একটা ইতর পাগলামি
তোমার জন্য একটা ছন্দহীন কবিতা
দুজনেই অপেক্ষা করে সেতু বন্ধনের আস্তিকতায়
তুমি নিরীশ্বরবাদী হয়ে স্নানে গেছো
রক্তের গরলে ফেলে রেখে গেছো
দৈহিক টানাপোড়েন
আর অপরিসীম যৌবনের অগ্নিশিখা
যা' জ্বলছে চিরকালীন প্রেমের পঞ্জরে...