তারপর সেই ভয়ংকর ভবিষ্যৎ
কবিতা সামন্ত
তারপর একটা রাস্তা চলে
যাবে অজানা গন্তব্যে।
সকালে উঠে দেখবে কেউ কোথাও নেই!
আকাশের বুকে ওৎ পেতে
একঝাঁক শকুন।
চারিদিকে শশ্মানভূমির
আগুন আর আগুন!
তোমার দিকে তেড়ে আসছে
কতকগুলো জম্বি (অর্ধ মৃত অশরীরী)।
জড়িয়ে ধরুক আগাগোড়া
আদ্যপ্রান্ত ময়াল সাপের ন্যায় ভয়...
চিৎকার করো আরো জোরে আরো জোরে
কেউ কোথ্থাও নেই।
এই ভবিষ্যৎ টাই তো তুমি তোমারা চাইছো!
একটা রাস্তা চলে যাচ্ছে
অজানা ভয়ংকর
দিনের আহ্বান জানাতে!