"সাহিত্য চেতনা" পত্রিকার পুজো সংখ্যার জন্য লেখা আহ্বান করা হচ্ছে । এই সংখ্যার জন্য আগ্রহী কবি-সাহিত্যিকদের বন্ধুদের কাছ থেকে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা ও ছড়া আহবান করা হচ্ছে।
- কী রকম লেখা পাঠাবেন-
২) অণুগল্প (২৫০ শব্দের কম)
৩) ছোট গল্প (৫০০ শব্দের মধ্যে)
৩) কবিতা
৪)পূজো নিয়ে প্রবন্ধ, ভ্রমণ কাহিনি
৬) ক্যাপশন সহ আপনার তোলা ছবি (নাম, ঠিকানা অবশ্যই পাঠাবেন)
লেখার নিয়মাবলি-
বাংলা ইউনিকোড ফর্ম্যাটে লেখা পাঠান।ওয়ার্ড বা গুগল ফ্রন্টেও পাঠাতে পারেন।তবে PDF ফর্ম্যাটে কোনও রকম লেখা পাঠাবেন না।
১) যে লেখাটি পাঠাবেন সেটা কোথাও কখনও প্রকাশিত হয়নি।
২) লেখাটিতে যেন কোনও রাজনৈতিক দল, সংগঠন বা ধর্ম সম্প্রদায়কে আঘাত না করে।
৩) কোনও ব্যক্তি বা সংগঠনকে আঘাত করতে পারে এমন কোনও মন্তব্য বা চরিত্র যেন না তৈরি হয়।
৪) লেখাটি যেন অহেতুক বড় না হয়।
৫) কোনও গল্প, সিনেমা, উপন্যাস থেকে আপনার লেখাটি প্রভাবিত হলে সেটি যেন স্পষ্টভাবে উল্লেখ থাকে।
৬) বানান বা ব্যাকরণগত দিক থেকে লেখাটিতে কোনও ভুল না থাকে।
৭) লেখা পাঠানোর পর ফোন বা মেল করার প্রয়োজন নেই। আমাদের উপদেষ্টা মন্ডলী বা সম্পাদকের পছন্দ হলে তা ওয়েব ম্যাগাজিনে স্থান পাবে। httpc//sahitya-chetona.blogspot.com ওয়েবসাইটে নজর রাখলেই আপনার লেখা দেখতে পাবেন। আলাদা করে কাউকে লেখা প্রকাশের কথা জানানো সম্ভব নয়।
৮) লেখা পাঠানোর শেষ তারিখ ৩০শে সেপ্টেম্বর ২০২৩ ।
প্রতিটি লেখা, কবিতা, ছবিতে নিজের নাম, ঠিকানা, ই মেল আইডি, ফোন নম্বর পাঠাতে ভুলবেন না।
Tags:
বিজ্ঞপ্তি