কলম
রত্নদীপা দে ঘোষ
রত্নদীপা দে ঘোষ
এতো বেশী লেখা! আজকাল আর কলম পায় না!
শুধু চোখ। চোখের জলবিন্দু শুষে অদৃশ্য ছাপাখানা উড়তে থাকে
ঠোঁটের দু’পাশে। ফিনকি দিয়ে অসতর্ক মুহূর্তের মশাল! ততোক্ষণে
কেরসিন মুছে দ্যায় যাতায়াতের লাবডুব। দেশলাইয়ের কোলাহল! শুরু হয়
রোদের ঝাঁঝ! নাকি প্রতিরোধের রক্ত! হাজার যন্ত্রণা একত্রিত, ঝলসে যায়
মুখের বুক! ও বুক! তোমার যে অক্ষর তোমার যে বর্ণমালা আমার মধ্যবিত্ত
কলমকে ঘোষণা করছে মৃত! ও কলম! তোমার ডানদিকে প্রপাত,চিকণমরু
বামদিক প্রকৃতিপাঠের আলো, দৃষ্টি ফেটে করুণ-অরুণ হ্যারিকেনের কণা,
বিষণ্ণপৃষ্ঠা অষ্টনদী! ও নদী! আজকাল লেখা পায় না, তোমার চিঠিচাপাটির
পায়ে আমার কলমের অশ্রু ঝুঁকে আসে!