রক্তে ভেজা ভাষাসুদীপ্তা চৌধুরী (বাংলাদেশ)
রক্ত নেবে বুকের; রক্ত নাও যতো পারো।
বিনিময়ে দাও মোদের;
প্রাণের ভাষা, মায়ের ভাষা "বাংলা"।
রক্তিম ইতিহাস -
রক্তিম সূচনা।
রক্তিম সাল ১৯৫২!
ভাষা "বাংলা" কে পদদলিত করে;
স্থান নাকি পাবে উর্দূ।
এই প্রস্তাবনা কেমন করে মানবে;
বাংলার দামাল ছেলেরা!
আধো আধো বুলিতে;
ভাষা হবে প্রথম "বাংলা"!
অনুভূতি হবে প্রকাশ ভাষা বাংলায়।
তাই তো দিয়েছে;
তাজা প্রাণগুলো বুকের তাজা রক্ত।
শূণ্য করে মায়ের কোল;
এনেছে "রক্তে ভেজা ভাষা"।
স্লোগান ছিল দামাল ছেলেদের;
রক্ত নেবে বুকের; রক্ত নাও যতো পারো।
বিনিময়ে দাও মোদের;
প্রাণের ভাষা, মায়ের ভাষা বাংলা।