উত্তপ্ত ফেব্রুয়ারী গোবিন্দ পান্তি
বিপন্নতা ক্রমে জাগে
স্নায়ুগুলো উন্মুখ হয় ভোরের মতো,
হাতের পেশীতে সমর্থ-সিংহ মুখ,
চোখে তাদের বিচ্ছুরিত -আগুন,
এরা মায়ের কাছে শিখেছিল
প্রীতি ও ক্রোধের আবিষ্ট-অভিব্যক্তি,
কখনো বরষার মতো মেদুর,
কখনো ঝড়ের মতো জরুরী।
তখন চারপাশে খাঁচার তর্জনী উদ্যত
নিঃসঙ্গ ক্রীতদাস,
মাতৃ অনুভূতি,অসহ উত্তাপে কোষে কোষে যন্ত্রণা
সামনেই সমূহ-দৃশ্য অপেক্ষমান;
আশ্চর্য মাস এই ফেব্রুয়ারী!
কানে আসে খাঁচা ভাঙার কড়কড়,
মনে আসে দুর্বহ 'না ' উচ্চারণ
বন-বাদাড় কাঁপিয়ে রুদ্র-সবুজ-ছায়া
অবারিত উদ্দেশ্যের দ্যোতনায়,
গর্জনের অন্তরঙ্গ-উল্লাসে
মাতৃকণ্ঠের প্রিয়তম অনুরণন।
রক্তে লাল সিংহগুলো এখন উদ্যত ঘোষণায়--
" হে আমার বাংলা ভাষা
তোমার পদপ্রান্তে বিজয়ী প্রণাম।"
একুশে ফেব্রুয়ারিতে উত্তুঙ্গ উত্তাপ।