পাখিজীবন
আদিত্য অন্তর
আদিত্য অন্তর
মনের গহীনে বেঁচে থাকে পিরামিড মানুষ
পাখিরা বুঝেছিল সে কথা- তাই তাদের পাখিজীবন
উড়তে পারে বাতাস কেটে
ক্লান্ত হলে, বৃক্ষ ডানা মেলে দেয়
মানুষের কোনো বন্ধু নেই এমন
আমি তাই পাখিজীবন নিয়ে
তোমার কাছে ফিরে যাই-
জানি, মহান বৃক্ষ তুমি নিরাপদ আশ্রয়
ক্লান্ত হলে ঘুম পাড়ানো গান শোনাবে
গহীনে কোনো মন নেই