বা প ন হা জ রা স্নিগ্ধা
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
তুমি জানতে না বুঝি পৃথিবীটা একটা নাট্যমঞ্চ ,
কত মানুষের আসা যাওয়া এখানে ,
কেউ দর্শক ,কেউ অভিনেতা , কেউ অভিনেত্রী ।
তোমার মনে পড়ছে ?
পৃথিবীর জন্মের আগে তোমার সঙ্গে প্রেম প্রেম খেলেছিলাম ।
তখন তোমার নাম ছিল স্নিগ্ধা ।
কি সুন্দরভাবে খেলতাম নামহীন নদীটির তীরে ।
শ্রাবণের ঘোর কালো মেঘের মত তোমার চুলে
কাশফুল গাঁথার কথা ,
মনে পড়ছে তোমার ?
ঢেউয়ের গর্জন , জলের ঘূর্ণিরা বয়ে নিয়ে যেত
নতুন প্রেমের কথোপকথন ।
গ্ৰামের কিশোরীরা জল নিতে এসে
কথোপকথনের সুধা আহরণ করে বাড়ি ফিরে যেত বেলাশেষে ।
পৃথিবী জন্মের পরে তুমি এলে অভিনেত্রীর বেশে ,
পৃথিবীর, তোমার এই জন্মান্তরের কথা কেউ বলে নি বুঝি তোমাকে ?
নাটকের শেষ সংলাপ উচ্চারণ করে
তুমি যখন অন্ধকারের যবনিকাতে হারিয়ে যেতে
তখন তোমার প্রাগৈতিহাসিক যুগের প্রেমিকটা
নতুন নামে লীনা বলে ডেকেই চলেছে তোমাকে ।
তুমি নৈঃশব্দে বলে যেতে পৃথিবী একটা নাট্যমঞ্চ
এখানে সত্যকে মিথ্যা , মিথ্যাকে সত্য করা হয় ।
চমৎকার নাটক আর অভিনয়ের মধ্য দিয়ে নাট্যমঞ্চ বানানো হয় পৃথিবীকে ।
তবুও পৃথিবী স্নিগ্ধার মত স্নিগ্ধ প্রেমিকা ।