র ত্ন দী পা দে ঘো ষ
চুম্বনের পার্শ্ব প্রতিক্রিয়া
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
জ্বলে উঠবে শীতল দাবানল! রোমশিরার গাছ পুড়বে খানিক।
ফুলের দাউদাউ পাতাচক্রের শোনাবে অমর সিদ্ধাই।
মনে হবে, এই দৌড়চ্ছে এই লাফাচ্ছে মনোবীণার চারকোণ!
পূর্ণশূন্য ভরাকলস! ডুববে চাঁদ! তারপরেও উথলাবে ধূমায়িত আঁচ।
মাথার ওপরে আকাশের চাঁদোয়া নয়, মুকুটহীন সম্রাটের গ্রহাণুপুঞ্জ।
শঙ্খনদীর ফুলেল ঢেউবউ, নৌকোবতী ছলকাবে জলের গুঞ্জনে।
মনে হবে হঠাৎ একটা ঘুড়ি সুতোহীন লটপট! আবেশ রঞ্জিত লাটাই।
তেজস্ক্রিয় বৃষ্টিপরে জ্বরের পিঠ চওড়া হবে আরও!
নিরালা মথিত নবধারা! মেঘের আনাগোনা ভুলবে ঘর গেরস্থালী।
একটু একটু করে জন্ম নেবে নতুন ঠোঁট, দীক্ষিত ওষ্ঠ গর্ভ পাবে।
ফুলের দাউদাউ পাতাচক্রের শোনাবে অমর সিদ্ধাই।
মনে হবে, এই দৌড়চ্ছে এই লাফাচ্ছে মনোবীণার চারকোণ!
পূর্ণশূন্য ভরাকলস! ডুববে চাঁদ! তারপরেও উথলাবে ধূমায়িত আঁচ।
মাথার ওপরে আকাশের চাঁদোয়া নয়, মুকুটহীন সম্রাটের গ্রহাণুপুঞ্জ।
শঙ্খনদীর ফুলেল ঢেউবউ, নৌকোবতী ছলকাবে জলের গুঞ্জনে।
মনে হবে হঠাৎ একটা ঘুড়ি সুতোহীন লটপট! আবেশ রঞ্জিত লাটাই।
তেজস্ক্রিয় বৃষ্টিপরে জ্বরের পিঠ চওড়া হবে আরও!
নিরালা মথিত নবধারা! মেঘের আনাগোনা ভুলবে ঘর গেরস্থালী।
একটু একটু করে জন্ম নেবে নতুন ঠোঁট, দীক্ষিত ওষ্ঠ গর্ভ পাবে।