অরুণ কুমার ঘড়াই এর দু'টি কবিতা
নিঃসঙ্গ সংগোপন
অলঙ্করণ : বিশ্বজিৎ মণ্ডল |
পান্তাভাতে বেশ আছি
প্রয়োজন নেই মানুষ চেনা :
পিপাসার্ত পৃথিবী সময় নিয়ে ঘর করছে,
ক্ষুধার্ত অহংকার বিবর্ণ বিলাপ জুড়ে সংরাগ।
কাপুরুষ আমিও কম কিসের
দারিদ্রতা ইতিহাস হয়ে বাঁচতে চায়,
বিরক্তিকর ইচ্ছেগুলো মুক্তি পেতে ব্যস্ত :
জীবাশ্ম যন্ত্রণা...
নিঃসঙ্গ সংগোপন আমার সাজে না
অজস্র অভিমান শুধু মানসিক মৃত্যু।
....................
খিদে
আমি বিকেল হব
ইচ্ছে তাই ডিঙি নিয়ে ভেসে আছি,
তোমার শাপলা বনের আলতো হাসি ;
গাংচিল রৌদ্র খুঁজে খুঁজে মনের সুখে ব্যর্থ
শরীর জুড়ে শিহরণ ঠিকানা ভুলে গেছি ...
জানেনা রাত ভোরের কি প্রয়োজন !