সম্প্রতি আম্ফান ঝড় আর করোনা মহামারী চূর্ণ-বিচূর্ণ করে দিয়েছে নগর সভ্যতার অহংকার। শ্রেষ্ঠত্ব প্রদর্শনের অন্ত:সারশূন্য অভিপ্রায়কে দূরে সরিয়ে সকলে এখন অস্তিত্ব রক্ষার সংগ্রামে অবতীর্ণ। একটা অভূতপূর্ব অস্থির সময়ের অনিশ্চিত পথ ধরে চলেছি আমরা। প্রাকৃতিক বিপর্যয় আর মহামারীর জোড়া ফলায় মানব-জীবন যখন বিপন্ন ঠিক তখনি বহির্শত্রু আমাদের দেশকে অশান্ত করার নিদারুণ চক্রান্ত করে চলেছে অবিরত। সেই সঙ্গে উগ্র-রাজনীতির প্রচ্ছন্ন ইন্ধনে আগাছার মতো মাথা চাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদ ও আতঙ্কবাদ। অন্যদিকে আর্থিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, খাদ্যাভাব, স্বজনপোষণ প্রভৃতি কারণে ভয়ঙ্কর দূর্বিষহ হয়ে উঠেছে জীবন।
এ পরিস্থিতিতে একমাত্র গান বা সাহিত্যই পারে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, দৃষ্টিকে সুদূরপ্রসারী করে মেরুদন্ড সোজা রেখে চলার দিশা দেখাতে। একমাত্র কবিতাই পারে শান্তির মোহন-স্পর্শে আমাদেরকে নতুন মন্ত্রে উজ্জীবিত করতে।
বাংলা-সাহিত্যের অন্যতম সুবৃহৎ, সুপরিচিত ও সুসংহত ওয়েব সাহিত্য পত্রিকা "সাহিত্য চেতনা" সেকাজেই ব্রতী হয়েছে। "সাহিত্য-চেতনা "সংস্থাকে কাব্যময় করে তুলতে আমাদের ষান্মাসিক প্রকাশিত মুদ্রিত সংস্করণ "সাহিত্য চেতনা" পত্রিকা যথেষ্ট নয়। সে কারণে সংস্থার সম্মাননীয় সম্পাদক জয়দেব বিশ্বাসের সুচিন্তিত পদক্ষেপ অনুসারে আমরা সাপ্তাহিক ওয়েব পত্রিকা প্রকাশ করতে চলেছি। এ সাপ্তাহিক পত্রিকার সম্পাদনা করতে পেরে আমি গর্বিত। প্রায় তিন লাখ পাঠকের চাহিদাকে মান্যতা দিতে আমাদের এ প্রয়াস। সকাল কাব্যনুরাগী মানুষের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য। আসুন, এ সুবৃহৎ কর্মযজ্ঞে সামিল হই।
ধন্যবাদান্তে
বিনত
জয়ন্ত মন্ডল