আজি এ-প্রণামখানি রাখি
তৈমুর খান
***
দু-একটা সূর্যমুখী ফোটে
এই অনন্ত বাগানে কালে কালে;
আমরা তাঁদের মুখ দেখি, আমরা তাঁদের ভাষা পাই
আমরাও সেই আলোকে নতুন সূর্যমুখী হতে চাই।
হাত রাখো শিরে, আশীর্বাদ দাও
এই অন্ধকারের বিষাদে হেসে উঠুক জ্যোতির্ময়।
অর্থ-যশ-খ্যাতির ঊর্ধ্বে তুমি প্রজ্ঞার বিস্ময়
মানবমুক্তির অগ্রদূত; নিষ্ঠা ফিরুক তোমার দীক্ষায়।
এখনো বিশ্বাস আছে; এখনো স্নেহের সবুজ সমারোহ
আমাদের আরোগ্য রচনা; আমাদের প্রেমের পরাগ;
সম্পর্ক এবং সভ্যতার ইতিহাস লিখে চলে মহাকাল;
এখনো নোয়াই মাথা স্মরণে মননে তোমার ছায়ায়।