পথ – ২
জয়ন্ত চট্টোপাধ্যায়
***
পথগুলো খানিকটা সংশয় নিয়ে শুয়ে
জড়িয়েছে অন্ধকার সত্য-মিথ্যার দোলাচল
নির্বিচারে বুক পেতে সেইসব অস্পৃশ্য পরজীবীর
ছন্দহীন নাচন-কোঁদন মাখে।
পথের চালিকাকে পেলে বলে দেওয়া যায়
চোষণ যন্ত্রের কূটকৌশল ।
প্রাণের সম্পদগুলি টেনে নেয় যেসব মেশিন তাদের
তেলচিটে চরিত্রের দুর্গন্ধ পর্দা উড়ানো যায়
পূতিগন্ধ নর্দমায়।
বিজ্ঞাপনহীন বিপ্লবের আশায় কত দিনরাত পথের
পাশেই গড়ায়।
সময় নামের আলেয়ার আলো আর ডাকেনা।
খোলা ভেঙে লার্ভা থেকে পতঙ্গের পূর্ণতা.....
দেখতে দেখতে উঠে আসে পথের মানুষ
গুটিয়ে যায় অমসৃণ ফিতে এবার চারণ শেষের গান
রোমন্থনের সুখে বেজে যায়।