'ইছামতী সংবাদ সংস্থার' উদ্যোগে সাহিত্য চেতনা পত্রিকা প্রকাশ করছেন পত্রিকা সম্পাদক সহ অন্যান্যরা –ছবি জয়ন্ত মন্ডল |
মহালয়ায় প্রকাশিত হলো সাহিত্য চেতনা পত্রিকার দুটি সংস্করণ
সরবত আলি মন্ডল,বসিরহাট : মহালয়ার পূণ্য লগ্নের পূণ্য তিথিতে জয়দেব বিশ্বাস সম্পাদিত 'সাহিত্য চেতনা' পত্রিকার দুটি সংস্করণ ওয়েব পত্রিকা এবং মুদ্রিত পত্রিকা প্রকাশ হল । ওয়েব পত্রিকাটি প্রকাশ হয়েছে 'সাহিত্য চেতনা'র নিজস্ব ওয়েব পোর্টাল https://sahitya-chetona.blogspot.com –এ । মুদ্রিত সংস্করণটি "ইছামতি সংবাদ সংস্থার মঞ্চে" বসিরহাট থেকে প্রকাশিত হল জয়দেব বিশ্বাস সম্পাদিত ও জয়ন্ত মণ্ডল এবং সরবত আলি মণ্ডল সহ সম্পাদিত "সাহিত্য চেতনা" পত্রিকার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সংখ্যা শারদীয় ১৪২৭। তৎসহ একই মঞ্চ থেকে প্রকাশিত হয় পরিমল দে সম্পাদিত ইছামতি সংবাদের শরৎ সংখ্যা "শরৎ রাণী", সমুদ্র বিশ্বাস সম্পাদিত "জনমন" এবং স্বদেশ পত্রিকা। সমস্ত পত্র পত্রিকার উন্মোচন করেন গোপাল সাহা, রুন্ময় ভট্টাচার্য, নারায়ণ দাস, কৃষ্ণকলি বেরা, জয়দেব বিশ্বাস, প্রমুখ কবি সাহিত্যিক।
পণিতা দে মঞ্চে উপবিষ্ট গুণীজনদের ব্যাজ ও গোলাপ দিয়ে বরণ করে নেন।
ইছামতি সংবাদ পত্রিকা সম্পর্কে বিস্তারিত সমালোচনা করেন "আলোর সন্ধানে" পত্রিকার সম্পাদক আনারুল হক মহাশয়। তৎসহ মহিলা কবি মিতা মণ্ডল চক্রবর্তী মহাশয়া।
স্বরূপনগরের কবি সাহিত্যিকদের সাথে বসিরহাট শহরের কবি সাহিত্যিকদের মেল বন্ধন গড়ে ওঠে এদিনের মঞ্চে।
এদিন সমগ্র অনুষ্ঠানটির পৌরহিত্য করেন 'ইছামতী সংবাদ' সংস্থার সম্পাদক পরিমল দে।