দুই পুকুর
নির্মাল্য বিশ্বাস
***
দুই পুকুর ডুবলে
মাঝের সাঁকো বলে কিছু থাকে কী?
তোমার আমার দৃষ্টিপথটা
ওই অদৃশ্য সাঁকোর মত।
আকাশে মেঘ জমলেই
বৃষ্টি বদলে দেয়
দুই পুকুরের মানচিত্র!
আমার চোখে তুমি মেঘের নৌকা ভাসাও
আর তোমার চোখে দেখি বৃষ্টির সমুদ্দুর।
বক আর কাদাখোঁচার দৃষ্টি এড়াতে
ফাতনা নেড়ে আমিও জীবন খুঁজি
দুই পুকুর গভীরতায়।