আট বছর আগের একদিন আবার
দেবপ্রসাদ বসু
দেবপ্রসাদ বসু |
সৌম্যসেন বন্দ্যোপাধ্যায় কবি বাচিক শিল্পী 'পুষ্পদল' নামে একটি বাচিক গোষ্ঠী পরিচালনা করেন। মজার সরেস মানুষ। সম্প্রতি ইউটিউবে "চেতনা চর্চা" চ্যানেলে তাঁর স্বকণ্ঠে কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা "আট বছর আগের একদিন" আবৃত্তি রিলিজ হয়েছে। ফেসবুকে ট্যাগ করেছেন পরিচিত দাদা কবিবন্ধু বসু প্রসাদকে। সেখানে কবিতাটি শুনে বসু প্রসাদ মন্তব্যে লিখলেন, "ছোটো শম্ভু মিত্র"। কেননা, কবিতাটি বহু বছর পূর্বে প্রখ্যাত নাট্যশিল্পী শম্ভু মিত্র আবৃত্তি করেছিলেন। রেকর্ডটি সাহিত্য সংকৃতি সমাজে মাইলস্টোন হয়ে আছে। যাকে টপকানো হয়ত দুঃসাধ্য অন্য কারও পক্ষে। তাঁর আবৃত্তির সেই সুর যেন অলিখিত পেটেন্ট হয়ে আছে মানুষের মনে। সৌম্যসেনের সেই কবিতার আবৃত্তির সুরটা প্রায় শম্ভু মিত্রের আবৃত্তির সুরের সাথে অনেকখানিই মিল। তা, বসু প্রসাদের মন্তব্য পড়ে সৌম্যসেন উত্তরে লিখলেন, একি বলছেন? আমি ওনার কনামাত্রও নয়। বসু প্রসাদ লিখলেন, কণা হওয়ার চেষ্টা আছে সেটাও তো কম কিছু নয়।
সেদিনই সন্ধ্যায় বসু প্রসাদের কাছে ফোন এলো সৌম্যসেনের। এ কথা সে কথার মাঝে কথায় কথায় বললেন, দাদা! আপনি কি যে মন্তব্য করলেন! আমি খুব লজ্জা পেয়ে গেছি। বসু প্রসাদ বললেন, কেন! লজ্জা পাওয়ার কি আছে? চেষ্টার তো কোনও ত্রুটি নেই। তাছাড়া পৌঁছানো গেছে অনেকখানি। আসলে কি জানেন? সঙ্গীত বলুন আর কবিতাই বলুন প্রতিটি সঙ্গীত কিম্বা কবিতা বিভিন্ন সুরে পড়া-গড়া বা আবৃত্তি করা ও গাওয়া যায়। যেমন একটা কাজ অনেকভাবে করা যায়। তেমনই একটা অঙ্কও অনেক পদ্ধতিতে করা যায়। তবুও সব কিছুরই একটি সর্বজনীন সুর আছে। কোনও কোনও শিল্পী সেই সর্বজনীন সুর স্পর্শ করতে পারেন। তিনিই কালেদিনে মহামান্য হয়ে ওঠেন। এবং তাঁর কাজ হয়ে ওঠে কালজয়ী। মজার ব্যাপার হ'লো, পরবর্তীতে আমরা এ ধরনের কোনও বিষয় নিয়ে যতই পরীক্ষা-নিরীক্ষা করি না কেন, ওই ওই বিষয়ের সেই সেই কালজয়ী সুরটা এড়িয়ে যাওয়া সম্ভব হয় না। "আট বছর আগের একদিন" কবিতাটির ক্ষেত্রেও সেই ঘটনা ঘটেছিল। যা এড়িয়ে যেতে পারেননি বাচিক শিল্পী সৌম্যসেন। সেকারণে কবিতাটা আবৃত্তির সময় সৌম্য সেনও সেই সুর এড়াতে পারেননি। যারা শম্ভু মিত্রের আবৃত্তিটা শুনেছেন তাঁর সেই সুরটা কোনও আবৃত্তিতে উঠে এলে বা পাশ কাটিয়ে না যাওয়া সম্ভব হলে এবং সম্ভব হবেই না, তখন সেই অতীতের কথা মনে পড়বে বা পড়তে বাধ্য। আশ্বস্ত হলেন কবি আবৃত্তিকার সৌম্য সেন। বসু প্রসাদও হলেন তৃপ্ত। এই আবহে বসু প্রসাদ গেয়ে উঠলেন –
লাশ কাটা ঘরে হৃদয়েরও কাটা পড়ে লাশ,
মানুষের কারণে মানুষেরও পোহাতে হয় সন্ত্রাস।
লাশ কাটা ঘরে . . . . .
ভিডিও : আট বছর আগের একদিন
আমরা আপ্লুত আপনার গল্প পাঠের!
উত্তরমুছুন