Madhyamik Suggestion 2020 |
আগামী ১৮ই ফেব্রুয়ারি ২০২০, সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পরিচালনায় মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ।
• পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা :
১. পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগে তোমাদের Admit Card, Registration Card সহ প্রয়োজনীয় সব উপকরণ সঙ্গে করে নিয়ে যাবে ।
২. ব্যাবহৃত কলম নিয়ে যাবে , নতুন কলম দিয়ে লিখলে সমস্যা হতে পারে এবং তোমরা বাংলা পরীক্ষার জন্য শুধুমাত্র কালো ও নীল কালি ব্যবহার করতে পারো ।
৩. উত্তরপত্রে নাম, রোল, নম্বর, রেজিস্ট্রেশন নম্বর নির্ভুল লিখবে এবং উত্তরপত্রের দ্বিতীয় পাতায় কিছু লিখবে না । উত্তর লিখবে তৃতীয় পাতা থেকে । প্রয়োজনে শিক্ষকের কাছ থেকে জেনে নেবে ।
৪. উত্তরপত্রে চারদিকে 0.5 ইঞ্চি পরিমান জায়গা ছেড়ে মার্জিন টানতে পারো অথবা ভাঁজ করে নিতে পারো ।
৫. উত্তরপত্র পরিষ্কার হস্তাক্ষরে গুছিয়ে লিখবে এবং সুন্দর সাজাবে ।
৬. অতিরিক্ত পাতার (Loose Sheet) প্রয়োজন হলে সেই Loose Sheet-এ নাম, রোল ও নম্বর অবশ্যই লিখবে এবং পাতার উপরে ডানদিকে Page No উল্লেখ করে গোল করে দেবে ।
সকল মাধ্যমিক পরীক্ষার্থীর প্রতি রইল ভালোবাসা, শুভ কামনা এবং অভিনন্দন । শরীরের যত্ন নিও , সুস্থ থাকো, ভালো থাকো ।
মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিদার্থে আজ ২সেট সম্ভাব্য প্রশ্ন দেওয়া হল । তোমরা Download করে বাড়িতে বসে প্রাক্টিস করো ।
বাংলা সম্ভাব্য ১ম সেট প্রশ্ন ২০২০
বাংলা সম্ভাব্য ২য় সেট প্রশ্ন ২০২০