কবি ফজের আলি গাজী
জন্ম: ৯ই জানুয়ারি, ১৯৫২
মৃত্যু: ২৪ শে মার্চ ২০১৮
|
জীবন
—ফজের আলি গাজী
জীবনের কোন মানে খুঁজে পাই না
এক অজানা সুড়ঙ্গে প্রবিষ্ট প্রতিক্ষণ।
ধাতব গাড়িটা চলে থামে, চলমান জীবন।
সব কিছুতেই 'না' বোঝাটা ভারী।
অপেক্ষা করি অনন্ত অপেক্ষায়।
অনবরত ব্রেকে পা দিয়ে আছি
শেষ স্টেশনে স্থিতির আশায়।
ঘুর্ণির মতো পাক খাওয়া প্রাণ,
অনুকূল- প্রতিকূল সব বাতাসই ক্ষনিক।
পসরা ফেলতে ফেলতে অশেষ ক্লান্ত হই,
শোষণের কালযন্ত্রে এক নিঃস্ব বনিক।
তবু থামবো একদিন, আলোকিত প্রভাতে,
দু'হাত তুলে দা৺ড়াবো, ঘাস- ছাওয়া উপত্যকায়
বলবো বেঁচে আছি, বাঁচবো তোমাদের সাথে।
লেখাটি পাঠিয়েছেন কবি সরবত আলী মণ্ডল
কৃতজ্ঞতা :ফেরদৌসী আরা (কবির বৌমা )
ভালো লাগলো
উত্তরমুছুন