শ্রাবণ -অপেক্ষা
— জয়ন্ত মন্ডল
নিরলস বেজে যায় বৃষ্টির রিংটোন
মেঘেদের উড়োচিঠি কড়া নাড়ে দরজায় ,
পথঘাট থেমে থাকে পিঠে নিয়ে জল-ভার
মন চলে অভিসারে জোনাকির ভরসায় ।
বাঁধ-ভাঙা আকাশের জমকালো এলোকেশ
ন্যুয়ে পড়ে পৃথিবীর আলোছায়া দু'চোখে ,
বাতাসের শৃঙ্গারে সবুজের শীৎকার
অনুরাগে রাঙা হয় অভিমানী ভূলোকে ।
শ্রাবণের যতো চিঠি হয়ে যায় সাম্পান
চুল খোলা যুবতীর নয়নের কাজলে,
হৃদয়ের ডাকঘরে ব'য়ে আনে সন্দেশ
আকাশের বুকে ভাসা মেঘেদের আদলে ।
ভাষাহীন কথাদের মালাগাথা শাওনে
ব'সে আছি হৃদয়ের শ্যামলিমা ছায়াতে ,
কবিতার ডালি নিয়ে কাকভেজা সন্ধ্যায়
কখন আসবে প্রিয়া দেহহীন কায়াতে ।