অধিকারনামা
—শফিকুল ইসলাম সোহাগ
অবিচ্ছিন্নে ছড়াচ্ছে আগুন
আতঙ্কে গ্রাস করছে সময়ের বোধ
অবাধ্য অভিমুখিনী-
রিহার্সেল দিচ্ছে অবমাননার সংগীত
যে খুঁজে না সমাধানের পথ ।
দেখছি অবাধ ইচ্ছেগুলোর ব্যারিকেড
পৈশাচিক শকুনের ধুম্রজাল
চোখের সামনে সুবোধের সংলাপ-
অবুঝের রংহীণ কথার বিস্ফোরণ,
তামাশার গিলাপ বিছায়-অসাংবিধানিক খিস্তিখিউড় ।
অদক্ষের দৌরাত্ম্যে-
বোধের হাহাকার
কৃত্রিম খোলসে-
অসম্পূর্ণ মানুষের দেউলীপনা
হায়েনার ভেংচি কাটা-
রাহাজানি অবিশুদ্ধের সাঁতার
কেন এত বিচ্ছিরি-এই আমাদের অববাহিকায় ?
সংকীর্ণ আবেগের মাতলামি
খুঁটি ধরে থাকা -বহিরাগত নাদানের বেহায়া পুতুল
বিভাজিত নির্মিত সাঁকোর বদরাঙ্গী কুকুরের ইতিহাস
লুটেরা স্বাধীনতাকে বিষাক্ত আবরণে ঢেকে-
বিবেকবিরুদ্ধ চোরাবালিতে-
হনুমান খুঁজে আখের গোছানোর পথ ।