অন্ধকারে
রোজ অন্ধকারে কথা বলি;
জোনাকির আর ঝিঁঝি পোকাদের সাথে।
লজ্জা ভেঙে কপাট খুলে দুটি চোখ।
ভয় হয়,পাছে চাঁদটা হারিয়ে ফেলি!
অচেনা কিছু স্বপ্ন ভেসে আসে মেঘের মতো,
নিমিষেই উধাও হয় আবার।
মাঝে মাঝে ডানা ঝাপটার শব্দ শুনি
প্রযুক্তি উৎকর্ষতায়।
জোছনা ঢেকে রাখা মায়াবী ঐ চাঁদ;
কলঙ্কের ভয় করে না আর।
নেমে আসে উগ্র ঢেউয়ের বুকে।
অবগাহন করতে চায় বারিধিতে।