সুন্দর এ ভুবন
— দেবদাস মণ্ডল
অনুরাগ আমাদের প্রেম, সর্বজন বিদিত
বট -বৃক্ষের -শিকড়ে গভীর আহ্বান -
সাহিত্য আড্ডা, চাঁদের হাট -
উন্মুক্ত আকাশে দিবাকর প্রীত -
পুলকীত হৃদয়ে।
বট -বৃক্ষের -শিকড়ে গভীর আহ্বান -
সাহিত্য আড্ডা, চাঁদের হাট -
উন্মুক্ত আকাশে দিবাকর প্রীত -
পুলকীত হৃদয়ে।
ক্ষমতা লোভীদের দৃঢ় ষড়যন্ত্রের আহ্বান
দানা বাধতে থাকে, বাংলার নবাব সিরাজ -সিংহাসনও,
অক্টোপাসের কঠিন বন্ধনে মীরজাফর -সঙ্গীরাও
সুপথ ঢাকা কালো অন্ধকারে।
হতাশার সুরে সত্যকামী পাপড়ি টা,
প্রতিহিংসার অনলে দগ্ধ, পরাজিত সৈনিক
গ্লানিতে নিশ্চল, হিম শিলায় মাথা ঠুকে মরণ সম্ভবা।
হ্যালির ধুমকেতুর আবির্ভাব, দীর্ঘ সময় অতিক্রম
তবু এ বুকে যন্ত্রনার প্রত্যাঘাতে ক্ষত - বিক্ষত।
একদিন নিস্তেজ হবে উল্কার. মতো -
তোমরাও ডুবে যাবে পাপের সাগরে
অত্যয় অবগাহন।
বিবেক দংশনে পতন অনিবার্য -
সত্য দর্শনে অবিচল সুন্দর এ ভুবন।
দানা বাধতে থাকে, বাংলার নবাব সিরাজ -সিংহাসনও,
অক্টোপাসের কঠিন বন্ধনে মীরজাফর -সঙ্গীরাও
সুপথ ঢাকা কালো অন্ধকারে।
হতাশার সুরে সত্যকামী পাপড়ি টা,
প্রতিহিংসার অনলে দগ্ধ, পরাজিত সৈনিক
গ্লানিতে নিশ্চল, হিম শিলায় মাথা ঠুকে মরণ সম্ভবা।
হ্যালির ধুমকেতুর আবির্ভাব, দীর্ঘ সময় অতিক্রম
তবু এ বুকে যন্ত্রনার প্রত্যাঘাতে ক্ষত - বিক্ষত।
একদিন নিস্তেজ হবে উল্কার. মতো -
তোমরাও ডুবে যাবে পাপের সাগরে
অত্যয় অবগাহন।
বিবেক দংশনে পতন অনিবার্য -
সত্য দর্শনে অবিচল সুন্দর এ ভুবন।