ভালোবাসেনি প্রেমে পড়েছে
—নাসিম আহমদ লস্কর
রিনিঝিনি বৃষ্টিতে সবই হারিয়ে গেছে
পাখিদের বিকেলে জংয়ের রং ধরেছে৷
নীল আকাশে ঘুমোট অন্ধকার
জীবনের মায়াটাও হারিয়ে গেছে৷
দূরের বাগানে কদম্ববৃক্ষে ফুল ফুটেছে
ঝড়ের ঝাঁপটানিতে একাদ্রিক্রমে ঝরে পড়ছে সব৷
পাখিদেরও ডানা ঝাপটানোর সুযোগ নেই
এখন ডানা ঝাপটাচ্ছে প্রকৃতি৷
গুঁটিসুটি হয়ে নীড়ের ভেতর শুয়ে আছে ওরা৷
নদীর ওপারে সুহাসিনী মেয়েটি হেঁটে চলছে
নেই কোন ভয়, বুকে কম্পন; যেন সে এক মুক্তরাজ্যের রাণী৷
সোনামাখা প্রকৃতির রাগী অবয়ব দর্শন করছে৷
ছিঃ! কী কুচ্ছিত৷
কিছুক্ষণ পরপর চোখ রাঙিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে৷
তারপর,
হঠাৎ কান ঝালাপালা করে বজ্রপাত৷
মেয়েটি মৃত্যুর কারাগারে নিপতিত হলো৷
প্রকৃতি তাঁকে ভালোবাসেনি, প্রেমে পড়েছিল…
তাই বাসরঘরে তাঁকে তুলে নিলো
যেমনভাবে তুলে নেয় কাপুরুষের দল
সদ্য ফোঁটা কদম্ব ফুল৷