দৃষ্টি
—বর্ণশ্রী বক্সী
মেঠো পথ ভেঙে পায়ে পায়ে এগিয়ে যায়
উদাসীন মেয়েটি
তার হাতে ধরা আস্ত একটা ছবির পটভূমি,
ধান গাছের পাতার শরীরে লেখা
জীবনের অশ্রুত গীতিকা।
দূরে এক পায়ে দাঁড়ানো বটগাছের পরিধি
জড়িয়ে ধরেছে বাহুমূল স্বর্ণলতা
খঞ্জনি বাজিয়ে গান গাইছে যে বাউল
তার ঝোলায় সুন্দরের চেতনা -
বেহদ্দ পাখির ঠোঁট থেকে ছিটকে পড়ে
নতুন সৃজনের বীজ ।
পরবাসী মেঘের জলজ শরীর ছুঁয়ে বেঁচে থাক
কিছুটা স্বপ্ন আর বাস্তবের নির্বাক যুগলবন্দি
প্রকৃতির সামিয়ানায় এক হওয়া
ভীষণ ভাল লাগে নির্লিপ্ত প্রান্তরে দাঁড়িয়ে
পরম্পরার কথা ভাবতে
এইভাবেই তবে সুখ খুঁজে নেওয়া!
খুবই সুন্দর....
উত্তরমুছুন