গোড়ার কথা
Sahitya Chetona Magazine
দু’কলম লিখতে লিখতে কখন যে সেটা কবিতা হয়ে গিয়েছিল বুঝতে পারিনি । তারপর শুরু হ’ল পাগলামি । মাননীয় গোবিন্দ পান্তি মহাশয়ের ‘অনুরাগ’ পত্রিকাতে প্রকাশ হল প্রথম কবিতা । তখন আমার একাদশ শ্রেনী । তারও আগে অবশ্য অনেক কিছু লিখেছিলাম , সেগুলো শেষ পর্যন্ত কি হয়ে দাঁড়িয়েছিল জানি না । তবে তা কখনো ‘প্লেন’ হয়ে উড়েছে আবার বৃষ্টি আসলেই ‘নৌকা’ হয়ে জলে ভেসেছে ।এরপর কখন যেন কবিতার প্রেমে পড়ে গেলাম ।
পত্রিকা প্রকাশ করার জন্য বার বার চেষ্টা করেও শেষ পর্যন্ত তা অর্থনৈতিক সমস্যায় বাধা হয়ে দাঁড়ায় । দীর্ঘ প্রতিকূলতা কাটিয়ে অবশ্য গত শ্রাবণ মাসে ‘সাহিত্য চেতনা ‘ পত্রিকা প্রিন্টেড আকারে প্রকাশ করতে পেরেছি । এক দিকে সাহিত্য পাগল মানুষের সদিচ্ছা , আর অন্য দিকে বর্তমান বাজারে অস্বাভাবিক হারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে কখন যেন তা থমকে যায় ।
‘সাহিত্য চেতনা’ র ব্লগ পত্রিকা সেই থমকে যাওয়া থেকে অনুকূল পরিবেশ এনে দিয়েছে ।এখানে সবার অবাধ বিচরন । সবার জন্য এ এক মুক্ত দ্বার । নতুন ও পুরনো সবাইকে গেঁথে দেওয়া হয়েছে এক সূতোতে । নতুন বছরে পত্রিকা নতুন রূপে আজ পাঠকের দরবারে । বিগত বছরে সমস্ত দুঃখ , কষ্ট , হিংসা , গ্লানি ভুলে গিয়ে – যা কিছু ভালো ছিল , সেটুকুকে পাথেয় করে নতুন বছর হয়ে উঠুক এক আনন্দমুখরিত উজ্জ্বল স্মৃতি ।মেরুদণ্ড আরো শক্ত হয়ে উঠুক , কবির কলম হোক দীর্ঘায়ু ।
“চিত্ত যেথা ভয় শূন্য , উচ্চ যেথা শির,
জ্ঞান যেথা মুক্ত , যেথা গৃহের প্রাচীর ।”
সকল কবি-সাহিত্যিক , পাঠক ও শুভানুধ্যায়ীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো প্রতিবেদন শেষ করলাম । ভালো থাকুন সকলে ।
শুভেচ্ছান্তে-
জয়দেব বিশ্বাস
Tags:
সম্পাদকীয়
বিজয়ী ভব
উত্তরমুছুনধন্যবাদ ।
মুছুন