বিচারজয়ন্ত মন্ডল
আকাশ যতোই পৌষালী হোক
বাতাস এখন গুমরে কাঁদে ,
দেশবাসী সব ভীষণ সুখী
শ্রমিক-কৃষক-মজুর বাদে
কথায় কথায় ভোটের চমক
খিদের ক্ষতে গড়ছো ঘাঁটি ,
আলতো করে বিছিয়ে রাখো
খুন-জখমের শীতল-পাটি
চালিয়ে কাঁচি ভাগ করেছ
রামপ্রসাদ আর রহিম মিয়াঁ ,
ফিনকি দিয়ে ছড়িয়ে দিলে
অসহিষ্ণুতার ব্যাকটেরিয়া
ধর্ম নামের চিমটি-কাটা
আদর মাখায় সন্দেহকে ,
দিন - দুপুরে শত্রু বানায়
পাশের বাড়ির মানুষটাকে
আগুন তুমি যতোই জ্বালাও
ফুরিয়ে যাবার অপেক্ষাতে ,
রাজা তোমার বিচার হবেই
নুন না পাওয়া পান্তা ভাতে
_____________