'সাহিত্য চেতনা' লোগো, চিত্রাঙ্কন শুভদীপ পাল |
'সাহিত্য চেতনা''র পাঠক,কবি ও লেখকদের জন্য সুখবর । অগামী 'পুজো সংখ্যা'র (ওয়েব) জন্য লেখা পাঠান আগামী ১৫ই সেপ্টেম্বর ২০২২ -এর মধ্যে । এছাড়াও সাপ্তাহিক সাহিত্য পাতা'র জন্যও লেখা পাঠাতে পারেন, যা প্রতি সপ্তাহে প্রকাশিত হয়।পত্রিকার ব্লগ https://sahitya-chetona.blogspot.com আপনাদের লেখা নিয়ে হাজির হবে প্রতি রবিবার। কবিতা, গল্প,প্রবন্ধ,ভ্রমন যেকোনো বিষয়ে আপনি লেখা পাঠাতে পারেন । লেখা পাঠাবেন শুধুমাত্র পত্রিকার ইমেলে ।
email address : sahityachetona@gmail.com
নিয়মাবলী :
• কবিতা – নির্দিষ্ট কোনো বিষয় নেই , শব্দের সীমাবদ্ধতা নেই । তবে লেখাটি অপ্রকাশিত হতে হবে । মুুুদ্রিত সংস্করণের ক্ষেত্রে কবিতা সর্বাধিক ১৮ লাইন হতে হবে
• উপন্যাস – উপন্যাসের সম্পূর্ণ পাণ্ডুলিপি পাঠাবেন । মুদ্রিত পত্রিকার জন্য উপন্যাস গ্রহনযোগ্য নয় ।
• গল্প – ৫০০ শব্দের মধ্যে যে কোনো বিষয়ে ছোট গল্প লিখতে পারেন ।
• প্রবন্ধ –
বিষয় : প্রবন্ধের জন্য নির্দিষ্ট কোনো বিষয় নেই
শব্দসীমা নেই, তবে তথ্য সংগ্রহের ঋণ স্বীকার করবেন । মুদ্রিত পত্রিকার ক্ষেত্রে শব্দ সংখ্যা ৫০০ ।
• ভ্রমন কাহিনী – ৫০০ শব্দের মধ্যে লিখবেন এবং বেশ কিছু ছবি পাঠাবেন ।
মেল বডিতে বাংলা হরফে টাইপ করে লেখা পাঠাবেন । কোন Attached file পাঠাবেন না । এবং কোন্ বিভাগে লেখা পাঠাচ্ছেন অবশ্যই তা উল্লেখ করে দেবেন । এছাড়াও নিচের লিংকে সরাসরি লেখা জমা দেওয়া যাবে ।
লেখা পাঠাবেন ১৫ই সেপ্টেম্বরের মধ্যে ।
• 'সাহিত্য চেতনা' ওয়েব পত্রিকার জন্য সারাবছর লেখা পাঠানো যায়, তবে কোন্ সংখ্যার জন্য পাঠাচ্ছেন তা উল্লেখ করে দেবেন ।