নবজাতক
অপর্ণা বসু
সূর্যকুসুম পাপড়ি মেললে
ইনিয়ে বিনিয়ে মাথা তোলা
শাখাপ্রশাখারা সব নেতিয়ে যায়
সদ্য ফুটে ওঠা সুখ ছুঁয়ে
এজন্মের যত আলো ও প্রভাত
জানলায় মুখ রাখে অবিকল
হাস্নুহানার মদির গন্ধ ভাসে
পেলব মুখ খানি আমার করতলে
পদ্মের পাপড়ির মত ফুটে থাকে
সুখ গড়িয়ে পড়ে নিরন্তর
প্রত্যয়মাখা নরম মুঠি শূন্যে তুলে
সে নতুন প্রভাত দেখায় আমাকে
তার ললাট প্রচ্ছদে লেখা
গত ঋণকথা।