অন্ধকার ও মরা চাঁদ
তাপসকিরণ রায়
***
আসলে উতলা হবার পর
অন্ধকার
মোম আলো নিভে যায়
সমস্ত আলোড়নের মাঝে
সৃষ্ট কিছু দৃশ্যপট।
আসলে আমরা কাল্পনিক,
ধর্ষিতার সামনে মোলায়েম
ভালবাসার বেসাতি খুঁজি।
জন্ম শ্যাওলার নীচের
সেই রঙ্গীন মাছ
সবুজ ছত্রীর নীচে থেকে
সে সব বুদ্বুদ উঠে আসছে।
জন্মমন্ত্র জপের সঙ্গে
ভেসে আসছে অনাম শরীর
এক সুন্দরীর পাশে
তুলে ধরা ছত্রাক প্রলেপ।
আসলে ভালবাসা ক্ষয়িত লবনের ধার
চেত চেটেপুটে তুমি এক নারীর
ঠোঁট ও চিৎ নাভীর তলদেশে
সেই অন্ধকারে নেমে আসছো
সেখানে মরা চাঁদ
দুর্ধর্ষ শিকারীর নখ, তখনও লেগে আছে
এক টুকরো চামড়া
সব পেয়ে পেয়ে তুমি বাঘছাল আসনে
সিদ্ধ সাধনে বসো
গৈরিক পোশাকে ঢেকে নাও নিজেকে।