পথ
সোমনাথ পাল
***
পাওয়ার ভিড়ে না পাওয়ার লড়াই,
আজও সে পাইনি সে পথ,সে গতিময়;
দুর্বার মতো পথ গীতিহীন নিবিকার,
সে আজও চায়না তার অস্তিত্বে সভ্যতার রেখা,
সে চায়না তার অস্তিত্ব হোক মিথ্যের মতো আঁকা-বাঁকা....
কলরবে কলরবে পথ চলছে সড়ক থেকে লেন হয়ে,
কখনো হাইওয়ে তার নাম,
কখনোবা তাকে কেউ ডাকে রাজপথ বলে।
নাম ভারিক্কিগুলোই শুধু পিশাচের মত মূর্ত খেয়ে বেড়ায়,
নগরকীর্তন খুব পুরোনো,এক্কেবারে সেকেলেও বলা যায়;
এখন সবাই প্রচারে বেরহয় অসত্যের দাওয়ায়,
কেউ বলে পথের কি আছে ?
কেউ বলে পথ কেবল এখন হোর্ডিংয়ে হোর্ডিংয়ে সাজে,
কখনো দেশ কখনো দেশ প্রার্থী আবার কখনো বিজ্ঞাপন,
শত হোক সবই তো কোনো না কোনো প্রকারেরই আলাপন....!
বিদেশে যে পথ গেছে তা হয়তো ফিরবেনা আর বাড়ি,
সকল ফেরার নাম তো আর ঘরে ফেরা নয়,
তাই সকলেই ফেরে শুধু শ্বাস-প্রশ্বাস হয়ে কেবলই হাওয়ায়,
রক্ত নেই মাংস নেই আছে শুধু নিঃশ্বাস,
পথ-ফিরতি পথের অপেক্ষা আজ শুধুই আশ্বাস...!