নিজস্ব সংবাদদাতা, স্বরূপনগর : এই মুহুর্তে ভারতব্যাপী চলছে লকডাউন । থমকে গিয়েছে জনজীবন ।
তবু বাঙালির কৃষ্টি-কালচার থমকে যায়নি । কবি-সাহিত্যিক থেকে শুরু করে গায়ক/গায়িকা বা বাচিক শিল্পীরা তাদের সৃষ্টি বিভিন্ন সামাজিক মাধ্যমে নিয়মিত প্রকাশ করছে । আগামী ২৫শে বৈশাখ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব উপলক্ষে 'সাহিত্য চেতনা' ইউটিউব চ্যানেল বিশেষ অনুষ্ঠান 'সপ্তকে'র আয়োজন করেছে । অংশগ্রহণে সৌমেন বন্দ্যোপাধ্যায়, পৌলমী ভট্টাচার্য্য, প্রণমি ব্যানার্জি, জয়শ্রী রায় মৈত্র, চিন্ময়ী সেন, দেবদাস মৈত্র, অসীম সেন, সৌমিলি বসাক, স্বাগতা ভট্টাচার্য, ডোনা জানা,পাপিয়া দত্ত, প্রহেলিকা বিশ্বাস, শিল্পাশ্রী সাহা, নারায়ণী দত্ত প্রমুখ । অর্পিতা পালের সঞ্চালনায় ও জয়দেব বিশ্বাসের সম্পাদনায় আগামী ২৭শে বৈশাখ, রবিবার অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে 'সাহিত্য চেতনা' ইউটিউব চ্যানেলে ।