অন্তিম ফুল
মাকফুর রহমান
জীবনের ভাবনাগুলি কখন যেন থেমে যায়;
আধো ঘুমের অন্ধকারে
কাচের গ্লাসের মতো ভেঙে চুরমার।
আবেগের স্বপ্নগুলি সমুদ্র ঢেউয়ের মতো,
আ৺ছড়ে পড়ে বাস্তবের কঠিন কিনারায়।
কোমল হৃদয় ভরে যায় কালো মেঘের বিষণ্ণতায়-
ভালোবাসা হয়ে ওঠে ক্যান্সারের রুগী।
জ্যোৎস্নার মিষ্টি আলো যেন
ঘামঝরা রৌদ্রের মতো প্রখর।
স্নেহ-শ্রদ্ধা শব্দগুলি মূল্যহীন অমানবিক সমাজের চোখে।
সব আশা রাতের আকাশে তারা গুনতে শুরু করে,
রাতের প্রগাঢ় পর্দা সরিয়ে সোনালী রোদ
হেটেছে অনেকটা পথ, তবুও-
মানুষের যথার্থ অর্থ খুঁজতে ঘুমিয়ে পড়ে,
আমার সমস্ত ভাবনা-স্বপ্ন-ভালোবাসা-স্নেহ- শ্রদ্ধা।
মিথ্যা আশা তখনোও জেগে থাকে
প্রাণের অন্তিম ফুল ফোটাতে মৃত্যুহীন কোন গাছে।
মাকফুর রহমান
জীবনের ভাবনাগুলি কখন যেন থেমে যায়;
আধো ঘুমের অন্ধকারে
কাচের গ্লাসের মতো ভেঙে চুরমার।
আবেগের স্বপ্নগুলি সমুদ্র ঢেউয়ের মতো,
আ৺ছড়ে পড়ে বাস্তবের কঠিন কিনারায়।
কোমল হৃদয় ভরে যায় কালো মেঘের বিষণ্ণতায়-
ভালোবাসা হয়ে ওঠে ক্যান্সারের রুগী।
জ্যোৎস্নার মিষ্টি আলো যেন
ঘামঝরা রৌদ্রের মতো প্রখর।
স্নেহ-শ্রদ্ধা শব্দগুলি মূল্যহীন অমানবিক সমাজের চোখে।
সব আশা রাতের আকাশে তারা গুনতে শুরু করে,
রাতের প্রগাঢ় পর্দা সরিয়ে সোনালী রোদ
হেটেছে অনেকটা পথ, তবুও-
মানুষের যথার্থ অর্থ খুঁজতে ঘুমিয়ে পড়ে,
আমার সমস্ত ভাবনা-স্বপ্ন-ভালোবাসা-স্নেহ- শ্রদ্ধা।
মিথ্যা আশা তখনোও জেগে থাকে
প্রাণের অন্তিম ফুল ফোটাতে মৃত্যুহীন কোন গাছে।