বর্ষার কাছে আছি
—রীনা তালুকদার
কখনো তোমাকে দেখে মেঠো পথের স্মৃতি কেঁদে ওঠলে
ভেবো আছি এখনো পাশে সুখে দুখে
সেই আলপথ বেয়ে চলে যাওয়া দূর গাঁয়ের মিতালী
ঐ নীলকাশের কানাকানি ফিসফিসানি
দেবদারুর পাতার মর্মর মর্মর ধ্বনি মঞ্জুরী
কানে কানে বলে দিবে আমাদের
সেই দিনের মেলবন্ধনের কথামালা
প্রকৃতির ফোনে বেজে ওঠেছিলো
বাতাসের মাদলে সূর্যরোদের ঝকমকে আলোর ঝলকানিতে
তারা ছুটা চোখের প্রগাঢ় ভালোবাসাবাসি
খালবিল পেরিয়ে জলের ঢেউয়ে সেদিনও
লেখা হয়েছিল মহৎ স্বাধীনতার গান
মন পেয়েছিলো উড়াল পাখির ঠিকানা
মনে কোনো অভিযোগ এলে যেন
ঠিক নয় তা কেবল ভাব-ভাবনা
কাগজে মোছে না কালি জানে সবলোক
হৃদয়ে অদৃশ্য জলের দাগ
মোছে না মোছে না কিছুতেই
থেকে থেকে উপচায় পেলে বর্ষার হাতছানি
বন্ধু হয় না একা একা সঙ্গী ছাড়া
তবুও একাকী জীবন মানুষেরই
সব আছে দশদিকে পরিপূর্ণ ছবি
নেই যেনো কিছু কিছু কী তা জানে না জানে না মন
শুধু মাঝে মাঝে বেজে ওঠে
বিরহী চোখের কোণে বেদনার বীণ
ভেবো না হারিয়ে গেছি কিছু নেই সঞ্চয়
আছো বলেই পাজরের ডাকঘরে শব্দের খৈ ফোটে
অতীব বরষায় হাবুডুবু খেয়ে খেয়ে বেঁচে যাই
তাই বারোমাস বর্ষার উদরে ডুবে আছি।
—রীনা তালুকদার
কখনো তোমাকে দেখে মেঠো পথের স্মৃতি কেঁদে ওঠলে
ভেবো আছি এখনো পাশে সুখে দুখে
সেই আলপথ বেয়ে চলে যাওয়া দূর গাঁয়ের মিতালী
ঐ নীলকাশের কানাকানি ফিসফিসানি
দেবদারুর পাতার মর্মর মর্মর ধ্বনি মঞ্জুরী
কানে কানে বলে দিবে আমাদের
সেই দিনের মেলবন্ধনের কথামালা
প্রকৃতির ফোনে বেজে ওঠেছিলো
বাতাসের মাদলে সূর্যরোদের ঝকমকে আলোর ঝলকানিতে
তারা ছুটা চোখের প্রগাঢ় ভালোবাসাবাসি
খালবিল পেরিয়ে জলের ঢেউয়ে সেদিনও
লেখা হয়েছিল মহৎ স্বাধীনতার গান
মন পেয়েছিলো উড়াল পাখির ঠিকানা
মনে কোনো অভিযোগ এলে যেন
ঠিক নয় তা কেবল ভাব-ভাবনা
কাগজে মোছে না কালি জানে সবলোক
হৃদয়ে অদৃশ্য জলের দাগ
মোছে না মোছে না কিছুতেই
থেকে থেকে উপচায় পেলে বর্ষার হাতছানি
বন্ধু হয় না একা একা সঙ্গী ছাড়া
তবুও একাকী জীবন মানুষেরই
সব আছে দশদিকে পরিপূর্ণ ছবি
নেই যেনো কিছু কিছু কী তা জানে না জানে না মন
শুধু মাঝে মাঝে বেজে ওঠে
বিরহী চোখের কোণে বেদনার বীণ
ভেবো না হারিয়ে গেছি কিছু নেই সঞ্চয়
আছো বলেই পাজরের ডাকঘরে শব্দের খৈ ফোটে
অতীব বরষায় হাবুডুবু খেয়ে খেয়ে বেঁচে যাই
তাই বারোমাস বর্ষার উদরে ডুবে আছি।