হলুদ সুতো
— অপর্ণা বসু
ছিন্ন করলাম সব বাঁধন
নেমে এলাম পথে
কেউ দেখলনা আমায়
তখন তুমি একমনে খেলা দেখাচ্ছ
ঠোঁটে লেগে আছে মনোমোহিনী হাসি
দু হাতে ধরে আছ সাদা পারাবত
পিছনের কালো পর্দায় ঝলসে উঠছে
ঝিকিমিকি রাত
তুমি অজস্র বাহবা আর হাততালি কুড়চ্ছ
আমি তখন রাস্তা পেরিয়ে অনেকদুরে
ছিন্ন করে দিচ্ছি সমস্ত হলুদ সুতো।