হারিয়ে যাওয়া দিনশেখর ঘোষ
বেদনার ভেতর এত শূন্যতা
তার পথ চিনতে পারি না
অন্ধকার গলির ভেতর হেঁটে যাওয়ার মতন
সাইকেল চেপে হারিয়ে যাওয়া দিন
ফুলের মিষ্টি গন্ধ,মা- বাবার বকুনি
চাঁদ খাওয়া অমাবশ্যায়,আশা- নিরাশার শব্দবোনা
জীবনের ভেতর এত দ্বন্দ
ভেসে যেতাম আপসে
ডানাহীন পাখির মতন।
আজ সোজা পথ চলে গেছে বেঁকে
ঝরা পাতার বেদনা
নিদ্রাহীন হাওয়ায় উড়তে উড়তে
অপরিচিত পথে চলে যায়।
ভেজা হাওয়ায় আঁচল উড়িয়ে বলতে পারো......
ভাল আছি- ভাল থাকব।